সারাদেশ

আজ, কাল, পরশু ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক : আজ বছরের শেষ দিন। স্বভাবতই ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এ ছাড়া আগামিকাল শুক্র, তার পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকও বন্ধ থাকে। এদিন চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না।

তবে গ্রাহকরা এ সময় অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে। ব্যাংকে ছুটির তালিকায় ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

 

Comment here

Facebook Share