নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের নাম থাকা দেশের জন্য সুখবর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বিকেলে সাভারের রেডিও কলোনী স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে এ জনসভার আয়োজন করে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান লবিস্ট নিয়োগ করে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সর্বশেষ আজ যুক্তরাষ্ট্র থেকে খবর এসেছে। গুড নিউজ ফর বাংলাদেশ, ব্যাড নিউজ ষড়যন্ত্রকারীদের জন্য। আজ বাংলাদেশের জন্য সুখবর। যুক্তরাষ্ট্র নয়টি দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্রেজারি নিষেধাজ্ঞা দিয়েছে। আল্লাহর রহমতে বাংলাদেশ সেখানে নেই।’
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি। আমরা কারও ব্যাপারে নাক গলাই না। আমাদের ব্যাপারে মাথা ঘামান কেন? আমার মনে হয় বিদেশি বন্ধুরা এখন বাস্তবতা অনেকটাই বুঝতে পেরেছে। সামনে আরও বুঝতে পারবে।’
মার্কিন সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) লবিস্ট নিয়োগ করেছে, তার নাম ক্যাড ম্যান। তিনি কিছু দিন আগে আল-জাজিরার কাছে বলেছেন, ‘‘আমি লবি করেছি যুক্তরাষ্ট্রে-যুক্তরাজ্যে, যেন বাংলাদেশের র্যাব এবং পুলিশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র আমার কথা শুনেছে কিন্তু যুক্তরাজ্য শোনেনি।’’ সে কথা স্বয়ং ওই লবিস্ট আলজিরাকে বলেছে। এসব কাহিনী আর কত?’
আওয়ামী লীগের শীর্ষ এ নেতা বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপি ক্ষমতা দখলের খোয়াব দেখেছিল। কিন্তু ১০ ডিসেম্বরের আগেই কী হল? পুলিশ তাদের কার্যালয়ে গিয়ে ১৬০ বস্তা, ডাল, হাঁড়ি-পাতিল, মশারি, মশার কয়েল পেল। তারা সমাবেশের নামে পিকনিক পার্টি করতে চেয়েছিল। ঢাকায় আজ সমাবেশ। কিন্তু পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, ওয়ার্ডে-ওয়ার্ডে ঢাকা সিটি আজ বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মীদের দখলে।’
তিনি বলেন, তারা (বিএনপি) পুলিশের ওপর হামলা করেছে, পুলিশ কি চেয়ে চেয়ে ললিপপ খাবে? পুলিশের ওপর হামলা করলে পুলিশ কি চুপ করে থাকবে? আত্মরক্ষা তাদেরও করতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করলেন। আপনারা সাত জন চলে গেলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। সংসদে আরও আছে বিরোধীদল। এই ভুলের জন্য অনুতাপ বিএনপিকে করতে হবে। দুইজন মাত্র সদস্য, একজন মহিলা আর একজন পুরুষ। তাদের বক্তব্যে দিতে মাইক লাগে না।’
জনসভায় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।
Comment here