মো: আরমান হোসেন,আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার ফাঁড়ি পুলিশ একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ওযার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন সাজুসহ জুয়াড়িকে গ্রেফাতার করেছে। সাজু তারাপুর গ্রামের আফছার আলীর ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, সান্তাহার ইউপির ছাতনী মন্ডল পাড়ায় সুখানগাড়ী পুকুর পাড়ে একটি ঘরে বেশ কিছুদিন যাবত তাসের মাধ্যমে জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই জুয়ার আসরে অভিযান চালানো হয়। সেখান থেকে জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ দেড় হাজার টাকা পাওয়া গেছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Comment here