মো: আরমান হোসেন : আদমদীঘি দুদিনে গুড়িগুড়ি বৃষ্টিতে রবি শস্যের ব্যপক ক্ষতি
গত দুদিনে টানা বর্ষণ ও হালকা বাতাসের কারণে রবি শস্য ও আমন ফসলের ক্ষতি হয়েছে। তাছাড়া বৃষ্টির সাথে হালকা বাতাস থাকায় কিছু এলাকায় কৃষকের আমন ধান ক্ষেত মাটিতে ন্যূয়ে পড়েছে।
জানা গেছে,গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত উপজেলার সর্বত্র কখনও ভারী আবার কখন গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়। বৃষ্টির সাথে হালকা হাওয়া বইতে থাকে। গুড়িগুড়ি বৃষ্টি বর্ষণ এবং হালকা হাওয়ার কারণে কিছু এলাকার আমন ধানের
গাছগুলো মাটিতে শুয়ে পড়ে। উপজেলার চাঁপাপুর গ্রামের কৃষক মো.হান্নান বলেন, বিহিগ্রাম মাঠে ধান গাছ মাটিতে পড়ে গেছে। বিহিগ্রামের কৃষক মো. রাকিব রহমান বলেন,তিনি ৩৩ শতাংশ জমিতে আতপ ধান লাগিয়েছেন।
বৃষ্টি ও হালকা বাতাসের কারণে অর্ধেক ধানগাছ বর্তমানে মাটিতে পড়ে পানির মধ্যে ডুবে আছে। ধানের শীষ বের হওয়ার আগে বৃষ্টি ও ঝড়ের প্রভাবে আমন ধানগাছ পানির মধ্যে শুয়ে পড়েছে। এতে কৃষকরা ধানের ফলন বিপর্যয়ের আশংকা করছেন।
Comment here