আদালত খালেদা জিয়াকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করেনি : আইনমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আদালত খালেদা জিয়াকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করেনি : আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : দেশের আইন বা কোনো প্রতিষ্ঠানের প্রতি বিএনপি নেতাদের শ্রদ্ধা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আইনজীবীদের বক্তব্য ও ডাক্তারি রিপোর্ট দেখে আদালত খালেদা জিয়াকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করেনি বলেও জানান তিনি।

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার রেলস্টশনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। কিন্তু বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির দোসররা এই দেশকে ব্যর্থ রাষ্ট্র ও ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন।’

বিএনপি জামাত বাংলাদেশকে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের আইনজীবীদের বক্তৃতা শুনে ও ডাক্তারি রিপোর্ট দেখে আদালত খালেদা জিয়াকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করে নাই। তিনি তেমন কোনো গুরুতর অসুস্থ নন। এই কারণে তাকে জামিন দেননি।’

আনিসুল হক বলেন, ‘বিএনপির নেতাদের এই দেশের আইন বা কোনো প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা নাই, এটা তারা কাজ কর্ম ও কথা বার্তায় বুঝিয়েছেন। তারা নিজেদের কয়েকটা সমর্থক নিয়ে নিজেদের গদি ঠিক রাখার জন্য এসব কথাবার্তা বলছেন।’

তিনি আরও বলেন, ‘তাদের বিপক্ষে কোনো আদেশ ও রায় গেল-তারা এইটা মানি না ওইটা মানি না ও এটা ঠিক না ওইটা ঠিক না বলেন।’

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, যুগ্ম আহ্বায়ক মো. সলিম ভূঁইয়া, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

Comment here