নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আপন দুই বোনকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আসামিদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামিরা উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের জহিরুল ইসলাম (২৮), বাবুল মিস্ত্রির ছেলে রুবেল (২৬), জ্যোতিষ চন্দ্র রায়ের ছেলে উপেন দেব (২৮), মহলবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফয়জুল আক্তার ফজলু (৩৫) ও দক্ষিণ সন্ধারই গ্রামের শহিদুলের ছেলে মিলন।
পুলিশ জানিয়েছে, গত সোমবার দুপুরে দুই বোন একসঙ্গে সিডি অফেসের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা জহিরুল তাদের ভুলিয়ে উপেন দেবের বাড়িয়ে নিয়ে যায়। সেখানে তাদের হাত-পা ওড়না দিয়ে বেঁধে অন্যদের সঙ্গে নিয়ে গণধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা খাইরুল আলাম ডন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।’
Comment here