আমাদের অস্তিত্ব হুমকির মুখে: ওবায়দুল কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

আমাদের অস্তিত্ব হুমকির মুখে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে আমাদের অস্তিত্ব হুমকির মুখে। দেবী দুর্গার ঘোটকে আগমনের বার্তা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে। এর মধ্যে যে অনাচার, এর মধ্যে যে অস্থিরতা, সেই অস্থিরতার ডাক দিচ্ছে একটি মহল। এদেরকে প্রতিরোধ করতে হবে, এই অশুভ শক্তিকে বধ করতে হবে। আমাদের সমাজে অশান্তি, অনাচার, সৃষ্টি করতে চায়, তাদেরকেও বধ করতে হবে।’

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অস্তিত্বের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান- শেখ হাসিনা ছাড়া সংখ্যালঘুদের আর কোনো আপনজন নেই। সব উৎসবের মধ্যে দুর্গাপূজা সবচেয়ে বড়। শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন প্রধানমন্ত্রী মনিটর করছেন। শেখ হাসিনা দেশের জন্য অনন্য সৃষ্টি। সারা বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকবেন।’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন গাইড করবে সংবিধান। তাহলে হুমকি-ধামকি কেন দিচ্ছে? বিএনপি মহারথের হাঁকডাক শুরু করেছে। কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু তাদের অবস্থা ১০ ডিসেম্বরের মতো হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগও মহাযাত্রা করবে। বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে। ২৮ অক্টোবর বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের জনসমুদ্র হবে।’

আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনী মঞ্চে ঢাকায় সর্বকালের সেরা জমায়েত হবে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুলকে আমন্ত্রণ রইল।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও মহানগর সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি মনন্দ্রী কুমার নাথ।

Comment here