আরও কমলো টাকার মান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আরও কমলো টাকার মান

নিজস্ব প্রতিবেদক : টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম আরও ৫০ পয়সা বেড়েছে। আজ বুধবার আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা দরে। গতকাল যা ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৯৪ টাকা করে, যা গত এক সপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান ৫০ পয়সা। অপরদিকে, ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রার দরও বেড়েছে।

ঈদের পর আমদানি ব্যয় মেটানোর চাপ বৃদ্ধি পাওয়ায় আজও বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। গতকাল মঙ্গলবার রিজার্ভ ছিল ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার, আজ সেটি কমে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৭০ বিলিয়ন ডলার।

 

Comment here