আরও ৩ করোনা রোগী শনাক্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আরও ৩ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :  দেশে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুটি শিশু রয়েছে।

আজ সোমবার রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে করোনাভাইরাস সংক্রমণ ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী, বাকি দুজন শিশু। আক্রান্ত দুই শিশুর মধ্যে একটি ছেলে, একটি মেয়ে। দুজনের বয়স ১০ বছরের কম। এবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিনজন বিদেশ থেকে আসা নয়। তবে ইতালি ও জার্মানি থেকে আসা আক্রান্ত দুজনের একজনের পরিবারের সদস্য তারা।’

এর আগে গত ১৪ মার্চ আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, দেশে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দুজনের মধ্যে একজন ইতালি থেকে এবং অন্যজন জার্মানি থেকে সম্প্রতি দেশে এসেছেন। আজ আবার নতুন করে তিনজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানাল আইইডিসিআর।

ব্রিফিংয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘এর আগে হাসপাতালে ভর্তি ছিলেন দুজন। সর্বমোট পাঁচজন রোগী হাসপাতালে আছে।’

সর্বমোট ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে তিনজনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশনে আছে। এখন পর্যন্ত ১০ জন হাসপাতালে আইসোলেশন আছে। তবে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেনটাইনে আছেন চারজন।’

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘এ পর্যন্ত দেশে আটজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিদেশ ফেরত ব্যক্তিরা কোয়ারেনটাইনের নিয়ম না মানলে তাদের জরিমানা করা হবে বলেও ব্রিফিংয়ে জানান প্রতিষ্ঠানের পরিচালক। এ সময় কোয়ারেনটাইনে থাকা ব্যক্তির পরিবারের সদস্যদেরও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

Comment here