সারাদেশ

আলোচিত রেনু হত্যা মামলায় আরেকজনের সাক্ষ্য গ্রহণ

আদালত প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যা সেই আলোচিত মামলায় আরও একজন সাক্ষ্য নিয়েছেন আদালত। আজ রোববার বাড্ডা থানাধীন ডিআইটি প্রজেক্টের ফারিয়া এন্টারপ্রাইজের কর্মচারী মো. হাসান এ সাক্ষ্য দেন।

ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষনিকা এ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২২ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ৭ জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্য গ্রহণে ১৩ আসামি আদালতে হাজির ছিলেন।মামলা বাদী নিহত রেনুর ভাই নাসির উদ্দিন টিটু সাক্ষ্য গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেনু হত্যা মামলার আসামিরা হলেন, ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, রুম্মান হোসেন ও মহিউদ্দিন। জাফর হোসেন পাটোয়ারী ও ওয়াসিম আহমেদ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু। গত বছর ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট এবং অপ্রাপ্তবয়স্ক দুইজনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।

 

Comment here

Facebook Share