ঈদে ২ ঘাটে ১০ দিন পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঈদে ২ ঘাটে ১০ দিন পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ঈদের আগে ও পরে ৫ দিন করে মোট ১০ দিন সাধারণ পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ থাকবে। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিইটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ। এ সময়ে শুধুমাত্র যাত্রী ও জরুরি পণ্যবাহী যান চলাচল করবে বলেও জানান তিনি।

আজ রোববার দুপুরে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট সংলগ্ন পদ্মা রিভার ভিউ হোটেলে জেলা প্রশাসনের ‘নিরাপদে যাত্রী পরিবহন শীর্ষক’ মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ।

তিনি আরও বলেন, ‘বৈশ্বয়িক মহামারি করোনার প্রভাবে গত ২ বছর মানুষ স্বাভাবিক চলাফেরা করতে পারেনি। এবার মানুষ ঘর থেকে বের হবে। এ কারণে সড়ক-মহাসড়ক-নৌপথে যাত্রীদের চাপ বাড়বে। যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে সরকার ঈদের আগে ও পরে ৫ দিন করে মোট ১০ দিন সাধারণ পণ্যবাহী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময়ে যাতে কোনো সাধারণ পণ্যবাহী গাড়ি মহাসড়কে কিংবা নৌপথে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট মালিক সমিতি এবং গাড়ির চালক ও সহযোগীদের প্রতি আহবান জানান।’

সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৮ শতাধিক পুলিশ, র‌্যাব, আনসার, কমিউনিটি পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান।

পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ‘বিশৃঙ্খলা এবং যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানী থেকে মানিকগঞ্জ ঢোকার দুটি প্রবেশপথ এবং পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। যাত্রী ভোগান্তি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ‘আমাদের সড়ক উন্নয়ন কাজ শেষ হয়েছে। বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ডিভাইডার বসানো হয়েছে। ফলে, আগের মতো দূরপাল্লার বাসগুলোকে আর বাসস্ট্যান্ড এলাকায় ধীর গতিতে চলতে হবে না।’

Comment here