আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন: ডা. সাবরিনা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন: ডা. সাবরিনা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরোর নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় ডা. সাবরিনা চৌধুরী, তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ ৮ আটজনের ১১ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।

এদিকে, রায় ঘোষণার পর পুলিশরা যখন ডা. সাবরিনাকে আদালত থেকে বের করছিলেন তখন ‘ইন্নাল্লাহা মা’আস সাবেরিন’ বলতে দেখা যায় তাকে। এর বাংলা অর্থ দাঁড়ায়, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।

এর আগে রায় ঘোষণার পরপরই ডা. সাবরিনা বলেন, ‘আমি তো সেদিনই মরে গেছি। যেদিন আমাকে কারাগারে ঢোকানো হয়েছে। আমি কারাগার থেকে বের হবো কি না, বড় কথা না। বড় কথা হলো- দেশবাসী জানল আমি অপরাধী।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য সংগৃহীত নমুনা পরীক্ষা না করেই জেকেজি হেলথ কেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশির ভাগই ‘ভুয়া’ বলে চিহ্নিত হয়। এ অভিযোগে ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে সাবরিনা ও তার স্বামী আরিফুল চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়। ওই মামলায় ২০২০ সালের ১২ জুলাই দুজনকেই গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একই বছরের ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনা-আরিফসহ আট আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। চার্জশিটে সাবরিনা ও আরিফকে প্রতারণার মূলহোতা এবং বাকি আসামিদের প্রতারণা ও জালিয়াতির কাজে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। ওই বছরের ২০ আগস্ট তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত। চলতি বছরের ২০ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

 

Comment here