আ.লীগকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের পরামর্শ শেখ হাসিনার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

আ.লীগকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের পরামর্শ শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। বাকিগুলো মিলিটারি ডিকটেটরদের, উড়ে এসে জুড়ে বসার মতো। কাজেই তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। জনগণের কথা বলার জন্য ও অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ গড়ে উঠেছিল। তাই দলের সম্মান যাতে থাকে, মানুষের আস্থা বিশ্বাস যাতে অর্জন করা যায় সেভাবে সংগঠনকে আরও সুসংগঠিত করবেন।’

টানা নবম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে যান দলীয় নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু আমরা দীর্ঘদিন ধরে সরকারে, সেখানেও একটা কথা মাথায় রাখতে হবে যে, বেশিদিন সরকারে থাকলে সংগঠন বা সরকারেরও বদনাম হয়। আমরা অন্তত এটুকু বলতে পারি, জনগণের কাছে আমরা আমাদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পেরেছি। এটা যেন অব্যাহত থাকে। সেভাবে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।’

শক্তিশালী সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘শক্তিশালী সংগঠন থাকলে পরে যেকোনো কিছু মোকাবিলা করা যায়। আমরা সেটা করতে পারছি।’

মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন দ্রুত আয়োজনের নির্দেশনা পুনর্ব্যক্ত করে নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘যে সম্মেলনগুলো এখনো হয়নি, সে সেগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। আগামীতে সম্মেলনগুলো যথাযথ সময়ে করতে হবে। আর না করলে সে কমিটিগুলো আমরা ভেঙে দেব। এছাড়া সহযোগী সংগঠনগুলোর সম্মেলন করেছি। সেগুলোর পূর্ণাঙ্গ কমিটি খুব তাড়াতাড়ি করে ফেলা দরকার। সেগুলোও করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রচুর উন্নয়নের কাজ করে যাচ্ছি। সেটি যেন যার যার এলাকায় ভালোভাবে চলে সেটাও একটু দেখতে হবে। ভালোভাবে যেন কাজগুলো হয়।’

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযানটা চলছিল, তা অব্যাহত থাকবে। এটা না করলে আমরা দেশকে উন্নত করতে পারব না।’

গণভবনে আগত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আপনাদেরই ভবন। আপনাদের বদৌলতেই আমি এখানে এসেছি। নইলে এখানে আসা সম্ভব ছিল না।’

Comment here