নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ ও ত্রিশাল প্রতিনিধি : নির্বাচন ছাড়া আওয়ামী লীগ কোনো দিন দেশের ক্ষমতা নেয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে নির্বাচনই এর একমাত্র পথ। বিএনপি একটি রাজনৈতিক দল। তারা গণতন্ত্র মানুক বা না মানুক, গণতন্ত্রের কথা মুখে অন্তত বলে। গতবারও তারা যেমন নির্বাচনে এসেছিল, আমরা আশা করি তারা এবারও আসবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের দল, গণতান্ত্রিক দল। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে আওয়ামী লীগ কোনো দিন দেশ পরিচালনার দায়িত্বে যায়নি। অতএব আমরা আশা করি, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আর তাতে বিএনপিসহ সব দলই অংশ নেবে।’
এর আগে বেলা ২টা ৩০ মিনিটে আদিবাসী নৃত্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীকে বরণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর।
বিশ্ববিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবনসহ সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহম্মদ ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. জালাল উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান।
Comment here