ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে ও রাতে ইজতেমা মাঠে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

আজ শনিবার ফজরের নামাজের পর ইজতেমা মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়। ইজতেমা আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

মৃতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন-আক্কাস আলী (৫০)। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকায়।

জানা গেছে, শুক্রবার বিকেলে মাঠের ৪২১ নম্বর হালকায় অসুস্থ হয়ে পড়েন আক্কাস আলী। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ইমাম গাজ্জালী বলেন, আক্কাস আলী নামের ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ছাড়া একই দিন আরও দুই মুসল্লির মৃত্যু হয়।

 

Comment here