সারাদেশ

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে শাহজাহান খানের মানহানির মামলা

আদালত প্রতিবেদক : ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাহজাহান খান মানহানির মামলা করেছেন। আজ রোববার ঢাকা মহানগর মুখ্য হাকিমের (সিএমএম) আদালতে শাহজাহান খান এ মামলা করেন।

বর্তমান এ সংসদ সদস্যের মেয়ে ঐশী খানের ভুয়া করোনা সনদ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়া নিয়ে পত্রিকাটিতে সম্পাদকীয় প্রকাশ করায় তিনি এ মামলা করেছেন। মামলায় কাদেরিয়া পাবলিকেশন অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

Comment here

Facebook Share