ঈদের ছুটিতে থাকতে হবে নিজ নিজ কর্মস্থলে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঈদের ছুটিতে থাকতে হবে নিজ নিজ কর্মস্থলে

নিজস্ব প্রতিবেদক  : চলমান লকডাউন বা বিধি-নিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আর লকডাউনের মধ্যেই পড়েছে ঈদের ছুটি। এই সময়ে বন্ধ থাকবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন। সরকারি-বেসরকারি কর্মজীবীদের কর্মস্থলে রাখতে নির্দেশনা দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

advertisement

এদিকে, গতকাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঢাকায় সংক্রমণের মাত্রা বেশি। ঢাকা থেকে যাতে মানুষ যেতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

advertisement

সরকারি-বেসরকারি সবার ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে জানিয়ে তিনি বলেন, ‘কেউ তিন দিনের বেশি ছুটি দিতে পারবে না।’

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ৩ মে ভার্চুয়্যাল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো বন্ধ দেওয়া যাবে না। ঈদের ছুটি তিনদিন, এর মধ্যে দু’দিন পড়েছে শুক্র ও শনিবার। শিল্পকারখানাও এই সময়ে বন্ধ দিতে পারবে না।’

Comment here