সারাদেশ

ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ বকশিসের’ নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ শুক্রবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি আলোচনা সভায় ১২০টি পরিবহন কোম্পানিকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সভায় আরও যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো ঢাকার লক্কড়-ঝক্কড় বাস শহরের বাইরে রিজার্ভে পাঠানো যাবে না; বৈধ লাইসেন্স ছাড়া এবং চালকের অনুপস্থিতিতে চালকের সহকারী দিয়ে গাড়ি চালানো যাবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দপ্তর সম্পাদক সামদানী খন্দকার বলেন, নির্দেশনায় সায়েদাবাদ ও মহাখালীসহ বাস টার্মিনালগুলোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিক সমন্বয়ে ‘ভিজিল্যান্স টিম’ গঠন করতে বলা হয়েছে। টিম সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কাজ করবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহের সভাপতিত্বে সভায় ঢাকার সব রুটের বাস মালিক সমিতি ও পরিবহন কোম্পানি, গাবতলী ছাড়া সব টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা অংশ নেন।

Comment here

Facebook Share