উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো হচ্ছে : মির্জা ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো হচ্ছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীকে মামলায় জড়ানো উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোরই শামিল। এ হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিরোধীশূন্য রাজনৈতিক পরিস্থিতি বাস্তবায়নে আওয়ামী সরকার দিনরাত কাজ করেছে উল্লেখ করে ফখরুল বলেন, নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নামে পরিকল্পিত মামলা দায়ের ফ্যাসিবাদী শাসনের আরেকটি নগ্নরূপ। মিথ্যা অভিযোগে এ মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সাবেক সহসভাপতি শাহ আলম নান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন হাওলাদার, নিউমার্কেট থানা বিএনপি নেতা আলমগীরসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতাদের জড়ানো হয়েছে। এটি পুরোটাই সুপরিকল্পিত।

বিএনপি মহাসচিব আরও বলেন, সংঘর্ষের শুরুতে পুলিশের নির্লিপ্ত ভূমিকায় প্রমাণিত হয় এ ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতাই চোখে পড়েনি। ঘটনা মোকাবিলায় শুরু থেকেই পুলিশ যদি সক্রিয় হতো তাহলে নাহিদের মতো কারও প্রাণ যেত না। ঘটনায় জড়িত সরকারি সংগঠনের চিহ্নিত নেতাকর্মীদের আড়াল করতেই সুপরিকল্পিতভাবে নিউমার্কেট এলাকার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। তিনি মামলা প্রত্যাহারের দাবি জানান।

পৃথক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুস সালাম নিউমার্কেট থানা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অসত্য ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

 

Comment here