ঢাকাসমগ্র বাংলা

এক ঘণ্টাও রেস্ট নেওয়ার সময় নেই : ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিলেও তার এক ঘণ্টা বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। আজ বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গণস্বাস্থের চিকিৎসরা ডা. জাফরুল্লাহকে ৪২ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে এবং ভিজিটরদের সঙ্গে দেখা করা ও কথা না বলতে পরামর্শ দিয়েছেন। এ  প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের জনগণের করোনাকালীন যে দুরাবস্থা, তা চিন্তা করলে এক ঘণ্টাও রেস্ট নেওয়া বা কথা না বলে থাকা সম্ভব না।’

গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহকে দেখে এসে বুধবার বিকেলে ডা. নাজিব মোহাম্মদ বলেছিলেন, ‘করোনামুক্ত ডা. জাফরুল্লাহ  চৌধুরীর গলার স্বর নিচু, কাশি আছে। কথা বলেন আস্তে আস্তে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন। কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয় না। তার শরীরে ভাইরাস সংক্রমণ আছে তবে অনেকটা নিয়ন্ত্রণে। নিয়মিত খাওয়া দাওয়া করছেন। আগের চাইতে বেশি হাঁটাহাঁটি করতে পারেন। প্রতিদিন শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পূর্ণ সুস্থ হতে আরও বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘তবে তিনি মানসিকভাবে অনেক উজ্জীবিত।’

গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার  জেনারেল (অবসরপ্রাপ্ত) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহ।

Comment here

Facebook Share