এক নজরে দেশে গত ৭ দিনে করোনা আক্রান্তের সংখ্যা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এক নজরে দেশে গত ৭ দিনে করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক : গত এক সপ্তাহে দেশে ৬৮০ জন ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তবে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৮২ জনসহ করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে ব্রিফ করেন অধ্যাপক নাসিমা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে যুক্ত ছিলেন।

নাসিমা সুলতানা বলেন, ‘৭ এপ্রিল আক্রান্ত হয়েছেন ৪১ জন, ৮ এপ্রিল হয়েছেন ৫৪ জন, ৯ এপ্রিল হয়েছেন ১১২ জন, ১০ এপ্রিল ৯৪ জন, ১১ এপ্রিল ৫৮ জন, ১২ এপ্রিল ১৩৯ জন এবং ১৩ এপ্রিল রেকর্ড ১৮২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮০৩ জন ‘

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ আগের দিনের চেয়ে ৩৮ শতাংশ বেশি এবং ১৭ শতাংশ বেশি পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন আরও ৫ হাজার ৬৮৪ জন। এখন পর্যন্ত হোম কয়ারেন্টিনে আছেন ৮৫ হাজার ৪৯৮ জন।’

স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ১৮৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হয়েছে।’

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ১ হাজার ৪৫ জন এবং এখন পর্যন্ত কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ৬৩ হাজার ২৭৬ জন। আর আইসোলেশনে রাখা হয়েছে ৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯৯ জন। আর গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ১৭ জন মুক্ত হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে দেশে করোনায় নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮২ জন আক্রান্ত হয়েছে। মোট সংক্রমিত হলো ৮০৩। করোনায় মৃত্যুবরণ করেছে গত ২৪ ঘণ্টায় পাঁচজন। মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের। আমাদের তিনজন রোগী ইতিমধ্যে সেরে উঠেছেন। মোট সেরে উঠেছেন ৪২ জন।’

Comment here