এবার করোনায় আক্রান্ত ক্রিকেটার নাজমুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

এবার করোনায় আক্রান্ত ক্রিকেটার নাজমুল

স্পোর্টস ডেস্ক : এবার করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। শুধু নাজমুল একা নন, তার বাবা-মাও করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

গত সপ্তাহে নাজমুলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। বুধবার করোনা পরীক্ষা করার পর আজ শনিবার দুপুরে তার করোনা ধরা পড়ে। বিষয়টি নাজমুল ইসলাম অপু নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে আশিকুর রহমান, সজিব দাস, নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন। আর আজ মাশরাফি বিন মোর্ত্তজার পর নাজমুলের করোনা আক্রান্তের বিষয়টি জানা গেল।

করোনায় আক্রান্ত নাজমুল এখন নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নারায়নগঞ্জের অসহায় মানুষদের নানাভাবে সাহায্য–সহযোগিতা করে আসছিলেন তিনি।

গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলেন তিনি। সেখান থেকে আসার পরই নাকি নাজমুলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। নাজমুল বলেন, ‘সেখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। এরপর বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরে পজিটিভ এসেছে।’

Comment here