এমটিএফই প্রতারণাকারীদের তথ্য চায় সিআইডি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এমটিএফই প্রতারণাকারীদের তথ্য চায় সিআইডি

অল্প সময়ে বেশি লাভের প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অনলাইনভিত্তিক মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ ইনকরপোরেটেড (এমটিএফই)। এ প্রতারণার সঙ্গে জড়িতদের তথ্য জানাতে ভুক্তভোগীদের জন্য কয়েকটি মাধ্যম চালু করেছে সিআইডি। গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স টিম এ ব্যাপারে নজরদারি করছে। ভুক্তভোগীদের প্রতারক চক্রের তথ্য জানাতে সিআইডি সাইবার সাপোর্ট সেন্টারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

জানা যায়, এমটিএফই অনলাইন দুনিয়ায় ডলার, শেয়ার বা ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার কানাডা ও দুবাইভিত্তিক প্রতিষ্ঠান। বাংলাদেশে এর কোনো অফিস না থাকলেও চলতি বছরের জানুয়ারি এর কার্যক্রম শুরু হয়। এমটিএফইও এমএলএম

পদ্ধতিতে কাজ করেছে। বেশি লাভের আশায় লাখ লাখ মানুষ অ্যাপসটিতে বিনিয়োগ করেছে। ভার্চুয়ালি ক্রিপ্টোকারেন্সি ও ডলার কেনাবেচা করা হলেও লভ্যাংশ দেওয়া হতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

সিআইডি বলছে, ঢাকাসহ বরিশাল, নওগাঁ, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, কুমিল্লা ও সাতক্ষীরায় প্রতারণা সবচেয়ে বেশি হয়েছে। ধারণা করা হচ্ছে সারাদেশে চার থেকে পাঁচ লাখ গ্রাহক এমটিএফইর মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা খুইয়েছেন।

আজাদ রহমান বলেন, শুধু এমটিএফই নয়, দেশে এখনো সক্রিয় আছে অনিবন্ধনকৃত মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক এ ধরনের প্রতারক চক্র, যেখানে প্রচলিত নিয়ম অনুযায়ী এমএলএম ও ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন নিষিদ্ধ।

Comment here