নিজস্ব প্রতিবেদক : ওয়ার্কসফেয়ার স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর আয়োজনে গতকাল রাতে রাজধানীর নিকেতনে আয়োজিত হয় একটি ফ্রি সেমিনার। আয়োজনের বিষয় ছিলো ” Results Driven Communication & Influencing Skills” ।
বিষয়টিতে আলোচনায় অংশ নেন শার্পনার এর সিই, ক্যারিয়ার কোচ নজর ই জিলানী এবং কমিউনিকেশনস বিশেষজ্ঞ, বি পজেটিভ এর ফাউন্ডার সেহেলী আজিজ মৌ। আলোচনায় আরো অংশ নেন বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রায় চল্লিশজন মানুষ।
জীবনের জন্য সম্পর্কের উন্নয়ন ঘঠানো বলেও আলোচনায় উঠে আসে। ওয়ার্কস ফেয়ার স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ” আমাদের লক্ষ্য বেশ সামাজিক কিছু কাজের মাধ্যমে আমাদের তরুণদের নানা ধরণের কোমল দক্ষতার বিকাশ ঘঠানো। আমাদের তরুণরা মেধাবী, এই যোগাযোগ বিষয়ক সেমিনার এদের গুনগত মানে নিয়ে যাবে আমার বিশ্বাস।
Comment here