কক্ষে ডেকে ছাত্রীদের ‘অশ্লীল কাজ’ করাতেন প্রধান শিক্ষক, এরপর... - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রাইম

কক্ষে ডেকে ছাত্রীদের ‘অশ্লীল কাজ’ করাতেন প্রধান শিক্ষক, এরপর…

৫০ জনের বেশি শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সরকারি স্কুলের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের হরিয়ানার জিন্দে ঘটেছে এ ঘটনা। দেশটির পুলিশ গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে।

পুলিশের ডেপুটি সুপার অমিতকুমার ভাটিয়া জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষককে শনিবার গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গত পাঁচ দিন ধরে পালিয়ে ছিলেন অভিযুক্ত। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করানো হবে।

হরিয়ানার রাজ্য নারী কমিশন জানিয়েছে, জিন্দের সরকারি স্কুলের অন্তত ৫০ জন ছাত্রী ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছে। তাকে সাসপেন্ড করেছে জিন্দ প্রশাসন।

গত সোমবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে আভিযোগ দায়ের করেছে পুলিশ। রাজ্য নারী কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬০ জন ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। তাদের মধ্যে ৫০ জন সরাসরি ওই ব্যক্তির হাতে নিগৃহীত। বাকি ১০ জন জানিয়েছে, এই হেনস্থার বিষয়ে তারা অবহিত।’

তিনি আরও জানিয়েছেন, অভিযোগকারীরা নাবালিকা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক নিজের কক্ষে ডেকে অশ্লীল কাজে বাধ্য করতেন ছাত্রীদের।

Comment here