ক্রাইম

কক্সবাজারে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে বউ, শাশুড়ি ও দুটি শিশু রয়েছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব রত্নাপালং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা সখি বড়ুয়া ওই এলাকার প্রবীণ বড়ুয়ার স্ত্রী। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে বাসার ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে মৃতদেহগুলো উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি বলেও জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Comment here

Facebook Share