নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এবার এক জনপ্রতিনিধির নাম যুক্ত হলো। আজ শুক্রবার বিকেলে উত্তরবঙ্গের নওগাঁ জেলার এক সংসদ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। দেশে এই প্রথম কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, ওই সাংসদ গত মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ বিকেলে তাকে জানানো হয়েছে, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।
ওই সংসদ সদস্য দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় সংসদ সচিবালয় থেকে ন্যাম ভবনের ওই ভবন লকডাউন করার চিন্তা ভাবনা করা হচ্ছে।’
Comment here