আন্তর্জাতিক

করোনাভাইরাস ঠেকাতে ভারতে ‘কারফিউ’

অনলাইন ডেস্ক : মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতজুড়ে একদিনের ‘কারফিউ’ জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়, নরেন্দ্র মোদি বলেন, ‘আগামী রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে “জনতা কারফিউ”। এ সময়ে কেউ যেন বাড়ি থেকে বের না হয় এবং সামাজিক আড্ডায় মিলিত না হয়। তবে জরুরি সেবাদানকারী কর্মীরা এই নির্দেশনার বাইরে থাকবে।’

করোনাভাইরাস পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সংকট এখনো কাটেনি। এই পরিস্থিতিতে আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিতে চাই। ভারতে করোনার প্রভাব পড়বে না তা ভাবা ভুল। মহামারিকে রোধ করতে নিজের কর্তব্য পালন করব। সংকল্প নেব আমরা সচেতন হব। অপরকে সংক্রমণের হাত থেকে বাঁচাব। সকলকে সুস্থ রাখার জন্য সামাজিক দূরত্ব তৈরি করতে হবে। ভিড় থেকে দূরে থাকতে হবে। কয়েক সপ্তাহ খুব জরুরি কাজ ছাড়া বাইরে বেরোবেন না।’

Comment here

Facebook Share