অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯-এর প্রাদুর্ভাব ঠেকাতে যখন নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই মুহূর্তে এই রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা কমাতে একটি দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। গতকাল মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ পরামর্শ দেন তিনি।
ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।
اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।
বাংলা অর্থ:
হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।
[সুনান আবু দাউদ]’
প্রসঙ্গত, বিশ্বজুড়ে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা এখন ৯৩ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ২০০ জনেরও বেশি।
Comment here