করোনাভাইরাস ৩ মাস স্থায়ী হলে পদ্মা সেতুর কাজে সমস্যা হবে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

করোনাভাইরাস ৩ মাস স্থায়ী হলে পদ্মা সেতুর কাজে সমস্যা হবে

ইউএনবি : চীনের প্রাণঘাতী করোনাভাইরাস ৩ থেকে ৪ মাস স্থায়ী হলে পদ্মা সেতুর কাজে সমস্যা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সচিবালয়ে সকল প্রকল্প ও মন্ত্রণালয়ের অধীনে সব কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাস আগামী দুই মাসের মধ্যে স্থিতিশীল হলে পদ্মা সেতুর কাজে কোনো সমস্যা হবে না। তবে আরও ৩ থেকে ৪ মাস স্থায়ী হলে সমস্যা হবে।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘পদ্মা সেতুতে চীনের নাগরিক কর্মরত আছেন ৯৮০ জন। তার মধ্যে চীনে আছেন ৩৩২ জন, যাদের মধ্য চীন থেকে ফিরেছেন ৩৩ জন। এই ৩৩ জনের মধ্যে আবার ৮ জন কোয়ারেন্টাইন (ভাইরাস সংক্রমণরোধে বিশেষভাবে রাখা) মুক্ত এবং অন্যরা কোয়ারেন্টাইনে আছেন।’

পদ্মা সেতুর অগ্রগতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কাজ ওভারঅল ৭৭ শতাংশ অগ্রগতি হয়েছে। তার মধ্যে মেইন কাজ হয়েছে ৮৬ শতাংশ। ২৩টি স্পেন বসেছে এবং আগামী ১০ ফেব্রুয়ারি ২৪তম স্পেন বসবে।’

অবকাঠামোগত প্রকল্পের কাজ সময়মতো শেষ না করলে ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যেসব ঠিকাদার সময়মতো কাজ শেষ করবে না বা কাজ শুরু করতে গড়িমসি করবে, তাদের ফাইনাল নোটিশ দিয়ে ওয়ার্ক অর্ডার বাতিল করার নির্দেশ দিয়েছি। দরকার হলে “ব্ল্যাকলিস্ট” করতে হবে। বর্ষার আগে সড়কের সব রাস্তা ইউজেবল (ব্যবহারোপযোগী) করতে হবে।’

Comment here