আন্তর্জাতিক

করোনার চেয়ে ভয়ঙ্কর ‘মোদি ভাইরাস’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রাজ্যের সিউড়িতে এনআরসি-সিএএর প্রতিবাদে আয়োজিত জনসভায় তিনি বলেন, ‘করোনার চেয়েও ভয়ানক ভাইরাস ভারতে রয়েছে। ইয়েস ব্যাংক শেষ হয়ে গেল, অর্থনীতি শেষ হয়ে গেল। আট লাখ হাজার কোটি টাকা দেউলিয়া করে গেল। এর চেয়ে বড় ভাইরাস আর কী আছে? সেটা হলো মোদি ভাইরাস।’

এদিন বক্তব্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) তীব্র সমালোচনা করেন তৃণমূলের জেলা সভাপতি। জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দলিল দেখাবেন না। দলিল চাইলে মাথা থেকে পা পর্যন্ত যা করার করবেন।’ ভারতে এ পর্যন্ত ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আনন্দবাজার পত্রিকা

Comment here

Facebook Share