করোনার ভ্যাকসিন পেতে সময় লাগবে এক-দেড় বছর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন পেতে সময় লাগবে এক-দেড় বছর

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) হানায় বিপর্যস্ত পুরো বিশ্ব। কঠিন এক সময় পার করছে বিশ্ববাসী। এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হলো সতর্কতা-সচেতনতা। করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে এখনো এক থেকে দেড় বছর লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৭২৩ জনে। তার মধ্যে ২৭ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের পর সুস্থ হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৫৫ জন।

তবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়ে চিকিৎসাধীন থাকা বিশ্বব্যাপী ২৩ হাজার ৩২৩ জনের অবস্থা গুরুতর।

এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসে ভ্যাকসিন আসতে এখনো ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস চিকিৎসকদের অনুরোধ জানান, অন্যান্য উপসর্গ দেখে চিকিৎসা দিয়ে যেন মানুষের জীবন বাঁচানো হয়।

এ সময় বিশ্বব্যাপী বিশাল সংখ্যক মানুষের মৃত্যুকে মর্মান্তিক সংখ্যা হিসেবেও উল্লেখ করেছেন ডাব্লিউএইচও’র মহাপরিচালক।

Comment here