লক্ষ্মীপুর প্রতিনিধি : করোনাভাইরাসের লক্ষণ নিয়ে লক্ষ্মীপুরে ৭০ বছরের এক বৃদ্ধ মারা যান। মৃতের বাড়ির ১১ পরিবারকে লকডাউন করে বাড়ির সামনে লাল নিশান টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওই বাড়ি ও এর আশপাশে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
ওয়ার্ড মেম্বার মোজাম্মেল হক বাচ্চু জানান, গতকাল সন্ধ্যায় ৭০ বছরের বৃদ্ধ এক লোক মারা যায়। সন্দেহ করা হচ্ছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে এর আগে তিনি একবার স্ট্রোক করেছেন। এছাড়া তার এজমা, ডায়াবেটিস ছিল। তিনি বিদেশ ফেরত নন, দেশেই চাষাবাদ করতেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে দাফন করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, ‘ওই বাড়িতে ৭০ বছর বয়সী এক পুরুষ করোনার লক্ষণে মারা গেছে। তাই তাৎক্ষণিক ওই বাড়ি লকডাউন করা হয়। ওই বাড়ির আশপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর)-এ পাঠানো হবে। রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো করোনায় আক্রান্তে মারা গেছেন কিনা।’
Comment here