অনলাইন ডেস্ক:করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে গ্লাভস সরবরাহ করা সবচেয়ে বড় কোম্পানি লেটেক্সের প্রায় আড়াই হাজার কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে সংক্রমণ রোধে ২৮টি যা কোম্পানিটির অর্ধেকেরও বেশি কারখানা বন্ধ করে দিচ্ছে লেটেক্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর (পিপিই) চাহিদা মিটিয়ে এ বছর রেকর্ড লাভ করে মালয়েশিয়ার এই কোম্পানিটি। এখন করোনা সংক্রমণ তাদের কারখানায় ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে গ্লাভস উৎপাদন। কারখানা বন্ধের ঘোষণায় আজ মঙ্গলবার লেটেক্সের শেয়ার ৭.৫ শতাংশ পড়ে গেছে।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শীর্ষ গ্লাভস কোম্পানিটির কারখানা এবং এর কর্মীদের ডরমিটরির এলাকায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। লেটেক্সের ৫ হাজার ৮০০ কর্মীর করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ হাজার ৪৫৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।
আক্রান্ত কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
মালয়েশিয়ায় গ্লাভস কোম্পানিটি ৪১ কারখানা চালু করে, যার কর্মীরা অধিকাংশই নেপালের নাগরিক। ডরমিটরিতে গাদাগাদি করে তাদের থাকতে হয়।
Comment here