করোনায় বিএনপির ৫৬ নেতাকর্মীর মৃত্যু, আক্রান্ত ১২১ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় বিএনপির ৫৬ নেতাকর্মীর মৃত্যু, আক্রান্ত ১২১

নিজস্ব প্রতিবেদক : চলমান করোনাভাইরাস মহামারিতে এখন পর্যন্ত বিএনপির ৫৬ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে দলের পক্ষ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের আক্রান্ত ও মৃত্যুর তথ্য দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সারা দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে বিএনপির ১২১ জন আক্রান্ত হয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ ৫৬ জন মারা গেছেন।’

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গত ২ মে থেকে এখন পর্যন্ত ৫৯৯ (সংশোধিত) রোগী মারা গেছেন। এর মধ্যে করোনা করোনা পজেটিভ ছিল ১৩৯ জনের। বাকিদের করোনা পরীক্ষাই করা হয়নি। করোনা পরীক্ষার বাইরে উপসর্গে মৃত ও আক্রান্তদের পরিসংখ্যান সরকারি হিসাবে আসছে না।’

বিএনপির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের উদ্যোগে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘দেশের কোনো হাসপাতালেই শুধু করোনা নয় অন্য রোগীরাও চিকিৎসা সেবা পাচ্ছে না। চিকিৎসা করতে গেলে বলে আগে করোনার টেস্ট করে আসেন। আর করোনা টেস্ট করাতো সোনার হরিণের মতো। কিডনি, ডায়াবেটিস, ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসাও পাচ্ছে না মানুষ। এই হলো দেশের চিকিৎসা সেবা।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকারের সীমাহীন ব্যর্থতায় করোনাভাইরাসে বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যুর মিছিল চলছে। সরকারি হিসেবে দেশে মৃত্যু হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় লাখের কাছে। বেসরকারি বা অন্যান্য সূত্রে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা কয়েকগুণ বেশি। একদিকে দেশজুড়ে চলছে শোকার্ত মানুষের আহাজারি আর অন্যদিকে চলছে করোনার ত্রাণ চুরির মহৌৎসব।’

বিএনপির পক্ষ থেকে এ পর্যন্ত ৫১ লাখ ৮১ হাজার ৩৬০টি পরিবারকে সহযোগিতা করা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, এই সহযোগিতার আওতায় ২ কোটি ৭ লাখ ২৫ হাজার ৪৪০ জন মানুষ উপকৃত হয়েছেন।

Comment here