করোনায় বয়স্কদের জন্য সুখবর জানাল আইইডিসিআর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় বয়স্কদের জন্য সুখবর জানাল আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক ; গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন রোগী সুস্থ হয়েছেন। তাদের মধ্যে একজনের বয়স ৮০ বছর এবং অন্য দুজনের বয়স ৬০ বছরের ওপরে। আজ সোমবার দুপুর সোয়া ১২টায় মহাখালীর এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা বলেন, ‘আমরা সবসময় বয়স্কদের ঝুঁকিপূর্ণ বলি সেজন্য তাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই বয়োজ্যেষ্ঠ হলেই যে তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ, তা নয়। আমরা তাদের স্বাস্থ্যের কথা বিশেষভাবে বিবেচনায় নিয়েই তাদেরকে অতিরিক্ত সতর্ক হওয়ার কথা বলছি।’

তিনি বলেন, ‘নতুন সুস্থ হওয়া চারজনের মধ্যে দুজন বাসায় থেকে চিকিৎসা নিয়েই করোনামুক্ত হয়েছেন। এ ছাড়া সুস্থ হওয়া চারজনের মধ্যে তিনজনের মধ্যে উচ্চ রক্তচাপ, হাঁপানি এবং ডায়াবেটিসের মতো রোগ ছিল। তারপরও তারা সুস্থ হয়ে উঠেছেন।’

আইইডিসিআর পরিচালক বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের সময় বয়োবৃদ্ধদের নিজেদের একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। কেবল বাড়িতে নয়, তাদের উচিত একটি ঘরে থাকা।’

এ ছাড়া জনগণের প্রতি অনুরোধ জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, ‘আপনাদের সবার অংশগ্রহণ অনুরোধ করছি। আপনাদের ঘরের ভেতর থাকা অত্যন্ত জরুরি। সরকার যেসব আদেশ-নির্দেশনা দিয়েছে, সেগুলো পালন করুন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করে বের হোন।’

আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে, তার বয়স ২০ এর ঘরো। আজ পর্যন্ত দেশে মোট ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন পাঁচজন।

আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৩ ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে।

Comment here