সারাদেশ

করোনায় মৃত্যু ২, শনাক্ত ১.০২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৭ হাজার ৯২৮ জনের মৃত্যু হলো। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬৪টি নমুনা পরীক্ষা করে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী এবং তারা ঢাকা বিভাগের। এর আগের দিন দেশে করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ।

 

Comment here

Facebook Share