নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দেশে মোট যতজন শনাক্ত হয়েছেন, তার প্রায় অর্ধেকই রাজধানী ঢাকার অধিবাসী। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন। নতুন শনাক্তদের মধ্যে ঢাকা শহরের ৬২ জন এবং বাকিরা ঢাকা শহরের বাইরের। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে।
আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
বুলেটিনে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বর্তমানে সর্বোচ্চ সংখ্যক সংক্রমিত রোগী রয়েছে ঢাকা শহরে। শতকরা ৫০ ভাগ। এর পরেই ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে শতকরা ৩৫ ভাগ।’
তিনি আরও বলেন, ‘নতুন সংযোজিত জেলা লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি। এসব জেলায় যাদের নতুন সংক্রমণ পাওয়া গেছে তারা গত এক সপ্তাহের মধ্যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে এসব এলাকায় গিয়েছেন।’
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
এ ছাড়া গত একদিনে একজন চিকিৎসকসহ আরও তিনজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান সেব্রিনা ফ্লোরা।
Comment here