করোনা থেকে বাঁচতে ডায়েট চার্ট বেঁধে দিলেন মমতা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

করোনা থেকে বাঁচতে ডায়েট চার্ট বেঁধে দিলেন মমতা

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় রীতিমতো কোমর বেঁধে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। করোনাভাইরাস রুখতে হাসপাতাল, বাজারঘাটসহ বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন তিনি। এবার করোনোভাইরাস থেকে বাঁচতে বেঁধে দিলেন ডায়েট চার্ট।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিবদের সঙ্গে কথা এ চার্টের কথা বলেন মমতা বন্দোপাধ্যায়।

মমতা বন্দোপাধ্যায় বলেন,  ‘সকালে হালকা গরম পানিতে পাতিলেবুর রস খান। গলা ভালো থাকবে। টকদইও খুব ভালো এখন। নিমপাতাও খান। আমি রোজ সকালে চারটি করে নিমপাতা খাই। হালকা খাবার খান, শরীর ভালো থাকবে।’

ডায়েট ছাড়াও অন্যান্য বিষয়ে কথা বলেন মমতা। পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ রেশন কিনতে গেলে, ওষুধ কিনতে গেলে যেন আটকানো না হয়। কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না।’

লকডাউনে রেশন বণ্টন যাতে বন্ধ না সে নির্দেশও দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রেশন বণ্টনে কর্মী সংকট দেখা দিলে স্থানীয় তরুণ-তরুণীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ জন্য তাদেরকে সম্মানি দেওয়া হবে বলেও জানান মমতা।

Comment here