করোনা পরীক্ষার অনুমতি পেল নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনা পরীক্ষার অনুমতি পেল নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিজস্ব ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করার অনুমতি পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। আজ রোববার করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও মোকাবিলায় গঠিত বিভাগীয় কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিসিআর টেস্ট চালু হওয়া সাপেক্ষে এ প্রজ্ঞাপন কার্যকর হবে। চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নমুনা পরীক্ষা করা হবে এই ল্যাবে।

এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর দিয়ে নিজস্ব ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা চালু হবে। থিসিস শিক্ষার্থীদের সহযোগিতায় বিভাগের শিক্ষকরা এ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।’

‘বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের অন্য আরেকটি পিসিআর নোয়াখালীর মালেক উকিল মেডিক্যালে দেওয়া হবে। এ ছাড়া কুমিল্লা মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী পাঠানো হয়েছে’, বলেন ড. মোহাম্মদ দিদার-উল-আলম।

নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে করোনা পরীক্ষার জন্য অণুজীব বিজ্ঞান বিভাগের সঙ্গে কথা চলছে। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা পরীক্ষা চালু হবে বলে আশা করা যায়।’

এ বিষয়ে নোবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বলেন, ‘নোবিপ্রবির অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে করোনা শনাক্তকরণ কার্যক্রম চালু হবে। এই বিভাগের পিসিআর ল্যাবে প্রতিদিন ৯০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। আগামী এক সপ্তাহের মধ্যেই করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু করা হবে।’

প্রসঙ্গক, ইতিমধ্যে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার অনুমতি পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার এ তালিকায় যুক্ত হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Comment here