আমি কি বিচার পাবো না? - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আমি কি বিচার পাবো না?

নিজস্ব প্রতিবেদক : যৌতুক দাবি, নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে মামলা করেছিলেন দৈনিক সমকালর স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুল। কিন্তু দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাননি। তাই এবার তিনি প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে দাঁড়ালেন রাস্তায়।

আজ বুধবার রাজশাহীতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্ল্যাকার্ড নিয়ে একাই মানববন্ধন করেন। এ সময় তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমি কি বিচার পাবো না? যৌতুক দাবি, নির্যাতন ও ভ্রূণ হত্যাকারী প্লাবনের গ্রেপ্তার চাই।’

আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধনের সময় পারুলের চোখ গড়িয়ে শুধু পানি পড়ছিল।

এর আগে ১১ মে হাতিরঝিল থানায় রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলা করেন তার স্ত্রী পারুল আক্তার। প্রেমের সম্পর্ক থেকে এ বছর ২ এপ্রিল তারা বিয়ে করেন।

সাজিদা ইসলাম পারুল বলেন, ‘এক মাস পনের দিন হয়েছে রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছেন। বিচার চেয়ে কত ধরনা দিচ্ছেন। প্লাবন ঢাকা শহরেই ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ নাকি তাকে খুঁজে পায় না!’

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ মনা করে পারুল বলেন, ‘প্রশাসন আমাকে হেল্প করতে চায় না। তাই আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রধানমন্ত্রী একজন মায়ের মতো। অন্তত তিনি যেন আমার দুঃখটা বোঝেন। আমি চাই, প্লাবনকে দ্রুত গ্রেফতার করা হোক। সে আমাকে কখন মেরে ফেলবে, এটাও বলা যাচ্ছে না। আমি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছি। আশাকরি, তার অফিস যুগান্তর থেকেও যেন ব্যবস্থা নেওয়া হয়। এমন মানুষ সাংবাদিকতায় থাকতে পারে না।’

 

Comment here