করোনা পরীক্ষার পর ধর্ম প্রতিমন্ত্রীর দাফন বিষয়ে সিদ্ধান্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনা পরীক্ষার পর ধর্ম প্রতিমন্ত্রীর দাফন বিষয়ে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর দাফন বিষয়ে সিদ্ধান্ত হবে আজ রোববার সকালে। করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পাওয়ার পর তার দাফন বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার রাতে দাফনের বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিএমএইচ থেকে বলেন, ‘উনার করোনাভাইরাসের নমুনা নেওয়া হয়েছে। সকাল ১১টায় রিপোর্ট আসবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

এর আগে শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন।

শেখ নাজমুল হক সৈকত জানান, শনিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রাত সাড়ে ১০টার দিকে তাকে সিএমএইচে নেওয়া হয়। পরে আইসিইউতে ভর্তি করা হয়। রাতের ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসাইন বলেন, ‘আমরা ধারণা করছি তিনি (শেখ মোহাম্মদ আব্দুল্লাহ) হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।’

এদিন ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবর শুনে সিএমএইচে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শেখ মো. আবদুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শেখ মো. আব্দুল্লাহ।

Comment here