ক্রীড়া প্রতিবেদক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে উপমহাদেশের প্রথম দিবারাতির টেস্ট। কিন্তু এবারের টেস্টে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান।
কিন্তু হঠাৎই গতকাল শুক্রবার কলকাতায় গিয়েছেন এই বিশ্বসেরা ক্রিকেটার। অবস্থান করছেন কলকাতার রিজেন্সি হোটেলে।
বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব আল হাসানের কলকাতায় যাওয়ার ব্যাপারে বোর্ড কিছু জানে না। তার কলকাতায় অবস্থানের সঙ্গে বিসিবির কোনো সংশ্লিষ্টতা নেই। সাকিব হয়তো ব্যক্তিগত কারণেই কলকাতায় গেছেন।
ঐতিহাসিক ইডেন টেস্টের সাক্ষী হতে বাংলাদেশের অনেক সাবেক খেলোয়াড় অবস্থান করছেন কলকাতায়। তাই ঠিক এমন সময় সাকিবের কলকাতায় অবস্থান কৌতূহলের জন্ম দিয়েছে।
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় অক্টোবর মাসে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। তেমনটি না ঘটলে হয়ত তিনিই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতেন ঐতিহাসিক এই গোলাপি টেস্টে।
এদিকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজাও ব্যক্তিগত কারণে অবস্থান করছেন কলকাতায়।
Comment here