তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে চার ব্যক্তি নিহত হয়েছেন। এ দুঘর্টনায় অন্তত কমপক্ষে পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবদুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হচ্ছেন, উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের তোজাম্মেল হক (৫৬), বারুহাঁস ইউনিয়নের বস্তুল গ্রামের রাশিদুল (২৭), তালম ইউনিয়নের তালম নিশ্চিন্তপুর গ্রামের আসিফ (১৬) ও শাহজাদপুর উপজেলার বাসিন্দা অজ্ঞাত গরুর ব্যাপারী (৫০)। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ উপজেলা তালম ইউনিয়নের গুল্টা বাজারের হাট বার ছিল। হাট সংলগ্ন ক্যাপ্টেন মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের ছাদের নিচে হাটে গরু-ছাগল বিক্রি করতে আসা ব্যক্তিরা বসে ছিলেন। এ সময় আচমকা গেটের ছাদটির ওপরের অংশ তাদের মাথার ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই ওই চার জনের মৃত্যু হয় এবং পাঁচ জন আহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান বলেন, ‘এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হলেও একজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।’
Comment here