কালিয়াকৈরে জাল টাকা সহ আটক ৩ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

কালিয়াকৈরে জাল টাকা সহ আটক ৩

মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার :  গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম বার)এর নির্দেশে, গাজীপুর ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, আমিনুল ইসলাম, এর সার্বিক দিক নির্দেশনা ও গাজীপুর ডিবি মাদক বিরোধী স্পেশাল টীমের অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এর তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক(নিঃ) মনিরুজ্জামান খান এর নেতৃত্বে কালিয়াকৈর থানাধীন ডাইনকিনি সাকিনন্থ চন্দ্রা ত্রি-মোড়ে জনৈক চান মিয়ার মালিকানাধীন মায়ের দোয়া হোটেলের সামনে ফাঁকা জায়গায় ০৬টা.৪০মিনিটে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জাল টাকা বাজারজাতকারী একটি চক্রকে গ্রেফতার করে।

এসময় জাল টাকা ব্যবসায়ী ১/আকবর, রুবেল, মোঃ শাহজাহান আলী (৩০) পিতা-মোঃ ফয়সাল হক, সাং-রায়পুরা সরকার পাড়া, থানা ও জেলা-ঠাকুরগাঁও, এ/পি-সাং-জনৈক সাদেক মেম্বারের বাড়ী, সাং-বাধাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২/জাকির হোসেন (২৬) পিতা-মৃত জহুরুদ্দিন, সাং-বন্ডমদল (চোহাই বাজারের পশ্চিমে), শাহজাহান আলী মায়ের ঠিকানা-ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন জনৈক শহিদুলের তিনতলা বাড়ীর দ্বিতীয় তলার ভাড়াটিয়া, এ/পি-সাং-জনৈক সাদেক মেম্বারের বাড়ী, সাং-বাধাইল, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা (ভাসমান) ৩/মোঃ রুহুল আমিন (৪২) পিতা-শুক্কুর আলী, সাং-তারপাশা (উত্তর পাড়া), থানা ও জেলা-ঝলকাঠি, এ/পি-সাং- পূর্ব চান্দরা জালাল গেইটস্থ (জনৈক মোনায়েম খাঁ এর টিনসেট বাড়ীর ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরগণকে গ্রেফতার কর হয় করে। ১/আকবর, রুবেল, মোঃ শাহজাহান আলী এর হেফাজত থেকে, ২৯টি বাংলাদেশী ১০০০ (এক হাজার) টাকা মূল্য মানের নোট ২/জাকির হোসেন এর হেফাজত হইতে বাংলাদেশী ১৭টি, ১০০০ (এক হাজার) টাকা মূল্য মানের জাল নোট ৩/মোঃ রুহুল আমিন এর হেফাজত হইতে বাংলাদেশী, ৩৬টি, ১০০০ (এক হাজার) টাকা মূল্য মানের জাল নোট উদ্ধার করা হয়।

এই সংক্রান্তে এসআই(নিঃ) নাদিমুল হক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ১১/০৯/২০১৯ইং বুধবার কালিয়াকৈর থানার মামলা দায়ের করেন, মামলার নং-২৮।

Comment here