কালীগঞ্জের নলতা চেয়ারম্যানের পিতার দোয়া অনুষ্ঠান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কালীগঞ্জের নলতা চেয়ারম্যানের পিতার দোয়া অনুষ্ঠান

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমানের শশুর ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের পিতা নলতার বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব করিম বকস্ পাড়ের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কাজলা জামে মসজিদ চত্বরে মিলাদ মাহফিলে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলহাজ্ব ডাঃ আফম রুহুল হক।

সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মাদ, আশাশুনী উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খোকনসহ বিভিন্ন গন্যমন্য ব্যাক্তিবর্গ। কুরআন ও হাদীসের আলোকে আলোচনা পেশ করেন নলতা শরীফ শাহী জমে মসজিদের পেশ ঈমাম হযরত মাওঃ হাফেজ আবু ছাঈদ রংপুরী, কালিগঞ্জ থানা হজামে মসজিদের পেশ ঈমাম হযরত মাওঃ আশরাফুল ইসলাম আজিজী, মিলাদ মাহফিল পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতিব হাফেজ সামছুল হুদা। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন কালিগঞ্জ, আশাশুনী ও দেবহাটাসহ বিভিন্ন এলাকার শতশত মুসুল্লী।

Comment here