সারাদেশ

কালো মেঘের চোখ রাঙানী, সন্ধ্যা শেষে ঝড়ের তান্ডব বঙ্গে

শিবাঙ্গী সিংহ, কলকাতা: দুই বঙ্গে ফের বৃষ্টির সতর্কতা জারী। রাজ্য জুড়ে থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি শিলাবৃষ্টির ও পর্বাভাস জানালেন হাওয়া অফিস।

প্রসঙ্গত, দক্ষিনবঙ্গে আজ থেকে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের তান্ডবের গতিবেগ থাকবে ৫০-৭০ কিলোমিটার পর্যন্ত। কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫১ থেকে ৯১ শতাংশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির কারণে তাপমাত্রা থাকবে কিছুটা কম আগামী তিন দিন।

উল্লেখ্য, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে আগামী তিন দিন। ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।

Comment here

Facebook Share