বাংলাদেশের ইন্টারনেট গ্রাহকেরা কিছুটা ধীরগতিতে ইন্টারনেট সেবা পেতে পারেন বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সাবমেরিন কেবল সি-মি-উই-৪–এর রক্ষণাবেক্ষণের জন্য গ্রাহকেরা বুধবার থেকে এই সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসসিসিএল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন কেবল সি-মি-উই-৪–এর কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে ৩ নম্বর রিপিটার বসানোর কাজ চলছিল। তবে ঘূর্ণিঝড় ফণীর কারণে ওই কাজ বন্ধ করে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ওই কাজ বুধবার থেকে আবারও শুরু করা হচ্ছে। এতে আগামী ছয় থেকে সাত দিন কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। ফলে এ সময় দেশে ইন্টারনেটের গতি কমে যেতে পারে।
এই সমস্যা মোকাবিলায় বিএসসিসিএল সি-মি-উই-৫–এর মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইডথ সরবরাহ করবে। ফলে ইন্টারনেটের মাধ্যমে আদান–প্রদান হওয়া ভয়েস, ডেটা ও অন্যান্য সেবায় তেমন প্রভাব ফেলবে না। তবে সমায়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি।
Comment here