কিশোরগঞ্জে ৪৮.কেজি ৫০০.গ্রাম গাঁজা, ১ টি ট্রাক সহ মাদক ব্যবসায়ী আটক ৩ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কিশোরগঞ্জে ৪৮.কেজি ৫০০.গ্রাম গাঁজা, ১ টি ট্রাক সহ মাদক ব্যবসায়ী আটক ৩

মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ র‌্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদক নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৯/২০১৯ইং মঙ্গলবার রাত ৯ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার মেসার্স হিমু ফিলিং স্টেশনের সামনে বড়পুলে চেক পোষ্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৮.কেজি ৫০০.গ্রাম গাঁজা সহ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মদক ব্যাবসায়ী ১/কদ্দুস মিয়া(৩২) পিতা মৃত রজব আলী সাং- সূরমা, ২/মোঃ আঃ আহাদ টিপু (২৩) পিতা মৃত এতিম আলী সাং–রসুলপুর ৩/ওমর ফারুক(২৮) পিতা গোলাপ মিয়া সাং- উত্তর সুরমা(মিরাপুসকুনি) আটক করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদ শেষে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। কোম্পানি অধিনায়ক এম শোভন খান আরো জানান, সন্ত্রাস জঙ্গিবাদ চোরাচালান ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ র‌্যাব বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে নেত্রকোনা এবং ময়মনসিংহ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য পাচার করে আসছে, এমন সংবাদে কিশোরগঞ্জের উক্ত এলাকায় র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয় এবং চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক গাড়ি তল্লাশি করা হয়, আটককৃত উক্ত ট্রাকটি চেকপোস্ট দেখেই তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় গতি রোধ করে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৪৮.কেজি ৫০০.গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Comment here