বিলাসবহুল গাড়ির তালিকা চেয়েছে দুদক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

বিলাসবহুল গাড়ির তালিকা চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক : গত পাঁচ বছরে নিবন্ধিত বিলাসবহুল গাড়ির তালিকা চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার পাঠানো ওই চিঠিতে জরুরি ভিত্তিতে তথ্য দিতে বলা হয়েছে।

চিঠি পাঠানোর বিষয়টি দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে  নিশ্চিত করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‌‘‌বিআরটিএ’র কাছে দুই হাজার ৫০০ সিসি বা তার বেশি ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপ গাড়ির তালিকা চাওয়া হয়েছে। দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজের সই করা চিঠিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে গত পাঁচ বছরে বিআরটিএতে নিবন্ধন করা গাড়ির তালিকা চাওয়া হয়েছে।’

চিঠিতে গাড়ির বিবরণ অর্থাৎ ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মডেল, আমদানির সন, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, গাড়ির দাম, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে।

Comment here